মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নে বিএনপি’র ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ জোর দিয়ে বলেছেন, দেশে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান নেই।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, “বিএনপি জনকল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধুমাত্র বিএনপি’র কর্মসূচি নয়, এটি দেশের আপামর জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই দফাগুলো কার্যকর হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান শক্তিশালী হবে।
জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ আরও বলেন, সরকার দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিচ্ছে। আমরা সংবিধানের আলোকে সব ধরনের সংস্কারের মাধ্যমে দেশকে আবার বহুদলীয় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।” তিনি যুব সমাজকে ৩১ দফা প্রচারে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান বক্তা মুন্সিগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা তার বক্তব্যে কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ৩১ দফার ১৭ ও ২৭ দফায় মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরী এবং কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তিনি স্থানীয় নেতা-কর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
সভাপতি আব্দুল বারী সোহেল জানান, এই সমাবেশটি স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে নতুন প্রেরণা সৃষ্টি করেছে। তারা ৩১ দফাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে প্রস্তুত। সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।