আজ শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) সকাল ১০টায় মাগুরা নোমানী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাঈদ আহমাদ বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জননেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, মাগুরা-০২ আসনের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের। এছাড়া বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ও মাগুরা-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হোসাইনসহমাগুরা সদর উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মাগুরা নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে এসে শেষ হয়।