দেশের বিভিন্ন রাজনৈতিক দল শীঘ্রই একটি ঐক্যমত্যে এসে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল ইস্যুগুলো নিয়ে ‘জুলাই সনদ’ স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সংস্কারগুলোর উদ্দেশ্য বাংলাদেশের রাজনীতিতে আরেকটি স্বৈরশাসক ক্ষমতায় আসার পথ বন্ধ করা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বিশ্বাস ব্যক্ত করেন, ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত সংস্কারগুলো দেশের রাজনৈতিক ক্ষেত্রে অর্থবহ রূপান্তর ঘটাবে। জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হবে।