মাগুরা সদর উপজেলার আয়োজনে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রহিম।
ফাইনাল খেলায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় ৪–০ গোলে লক্ষ্মীপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এবারের প্রতিযোগিতায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯০টি প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মাগুরা সদর।