আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা-২ আসনের শালিখা উপজেলার ১৩৩টি পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক ও পুরোহিতদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মাগুরার তৃণমূল রাজনীতির পরীক্ষিত নেতা রবিউল ইসলাম নয়ন।
সভায় রবিউল ইসলাম নয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও শান্তির বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, “বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও সহাবস্থানের পক্ষে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা বরদাশত করা হবে না।”
প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল বলেন, “দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির অংশ। শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সমন্বয় জরুরি।”
বক্তারা প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে উৎসবকে আনন্দমুখর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।