ময়মনসিংহের ত্রিশালে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে সেনাবাহিনী ও ত্রিশাল থানা পুলিশ সহযোগিতা করে। এ সময় কানিহারী ও বালিপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত রাস্তা কেটে দেওয়া হয়, প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, নদী ও পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, বালু মাফিয়াদের কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।