আমরা একটি পরিবার” প্রতিপাদ্যে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাগুরা সার্ভিস সেন্টারে মৃত্যু বীমাদাবী চেক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানুষের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, দারিদ্র বিমোচন এবং বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় মাগুরা সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ভিস সেন্টার ইনচার্জ ইভিপি (সেলস এন্ড মার্কেটিং) মোঃ কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সাজ্জাদুল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (সিএসডিও) মোহাম্মদ আবু ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাগুরা শাখার ম্যানেজার এসএভিপি জনাব মোঃ জামিনুর রহমান এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক মাগুরা শাখার ম্যানেজার এভিপি জনাব মোঃ আব্দুস সামাদ বিশ্বাস। এছাড়া ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুম মোঃ আসিফ আহমেদের নমিনী (স্ত্রী) জনাবা আকাশী খাতুনের হাতে মৃত্যু দাবী বাবদ ১,২৪,৭৪০/- (এক লক্ষ চব্বিশ হাজার সাতশত চল্লিশ) টাকার চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বীমা গ্রাহকের জমাকৃত প্রিমিয়াম ছিল ৩৬,০০০/- টাকা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গ্রাহক সেবায় গতি আনতে এবং আমানতের সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রথম বছর থেকেই শরীয়াহ সম্মত বিনিয়োগের মাধ্যমে গ্রাহকের অর্থ নিরাপদ রাখা হচ্ছে। এতে যেমন গ্রাহকের আস্থা বাড়ছে, তেমনি কোম্পানির সুনামও বৃদ্ধি পাচ্ছে।”
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সততা ও আন্তরিকতার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে।