সারাদেশের ন্যায় নওগাঁর মান্দায় উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আসর শুরু, চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় সাহাপুর ভোল পুকুরিয়া এলাকা উচ্চ বিদ্যালয় মাঠে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক কর্মচারীগন ও সাধারণ দর্শক বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন, সুস্থ দেহ সুস্থ মন তবেই হবে পড়া-লেখার উন্নয়ন। দেহকে সুস্থ রাখার জন্য খেলার গুরুত্ব অপরিসীম আর শরীর ভালো না থাকলে পড়াশোনায় মন বসে না। ভালো খেলোয়াড়রা দেশের সম্মান বয়ে আনে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে,পড়াশোনা বাদ দিয়ে নয়।
উল্লেখ্য, চলতি বছরের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও দাবা ইভেন্টে অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হয়েছে।