আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রফেসর মাওলানা আজিজুর রহমান (জার্মানি)। এ উপলক্ষে তিনি কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন । এ সময় তিনি কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের বিভিন্ন ইউনিয়ন, বাজার ও গ্রামে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি গণসংযোগ ও পথসভায় দুর্নীতি, বৈষম্য ও চাঁদাবাজি মুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ সময় আজিজুর রহমান জার্মানি জানায়,
“যাদের পেশা রাজনীতি, তাদের নেশা দুর্নীতি—আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই” শ্লোগানকে সামনে রেখে হাতপাখা প্রতীকে ভোট চাইছেন। তাঁর প্রতিশ্রুতি হলো—ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ নারী ও শিশু সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, “বাংলাদেশকে মুক্তির মূলতন্ত্র ইসলামী শাসনতন্ত্রের ভিত্তিতে গড়ে তুলতে হবে। দুর্নীতি ও বৈষম্য দূর করা ছাড়া এ দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”
রিকশাচালক রফিক মিয়া বলেন, বিগত 17 বছর অনেকে ভোট দিয়েছি এবার ইসলামিক দলকে ভোট দিব
কিশোরগঞ্জ সদরের মনিপুরের ব্যবসায়ী দুলাল মিয়া বলেন বিগত সরকারের আমলে আমরা ভোটার হয়েও ভোট দিতে পারিনি আমাদের ভোট অধিকার পাইনি। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দিতে চাই
এদিকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সাধারণ ভোটারদের মধ্যেও তাঁর প্রচার-প্রচারণা ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকাবাসী আশা করছে, পরিচ্ছন্ন রাজনীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি বিকল্প রাজনৈতিক নেতৃত্ব হিসেবে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন।
প্রচারনায় কিশোরগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণ সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।