রাজধানীর উত্তরায় ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-উত্তরবঙ্গ রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা এলাকার আজমপুর সংলগ্ন লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটি দ্রুতগতিতে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস এসে ধাক্কা দেয়। ধাক্কার পরপরই ট্রেনের শেষ দিকের দুই থেকে তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “আমরা হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে দৌড়ে যাই। দেখি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে গেছে, চারদিকে যাত্রীদের আতঙ্ক।”
খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার কাজ শুরু হওয়ার পর লাইনচ্যুত বগি থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। প্রাথমিকভাবে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে হতাহতের কোনো বড় খবর এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেভেল ক্রসিং অতিক্রমের সময় কাভার্ড ভ্যান চালকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।”
এদিকে দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ কয়েক ঘণ্টা বন্ধ থাকে। এতে ট্রেনে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন এমন যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে বিকল্প লাইনের ব্যবস্থা ও উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।