ঠাকুরগাঁওয়ে এনজিও কর্মীকে অপহরণ ও মারধর করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় এবার মামলার বাদী পক্ষকে ফাঁসাতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ওই মামলার আসামিরা।
৩০ তারিখে স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। তবে আসামি রনির অভিযোগ তার করা ছিনতাই মামলা থেকে বাঁচতে এবং তাকে ফাঁসাতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ওই মামলার তিন নাম্বার আসামি মোঃ বাবলুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, আসামি রনি একটি এনজিওতে চাকরি করে। সেই সুবাদে রনি দেহন বাজারে মাঠ কার্য পরিচালনা করে। ঘটনার দিন ২৯ জুন কালেকশন করার সময় মামলার বাদি স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান তার কাছে সমিতির রেজিস্ট্রেশন আছে কি না জানতে চাইলে রনি তাকে গালাগালি করে। এর একপর্যায়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ঝগড়া ও মারামারিতে লিপ্ত হয়। পরে মামলার বাদী বাবলুর রহমানের কাছে থাকা ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এসময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে লোকচক্ষুর আড়ালে তিনি পালিয়ে যায়।
নয়ন রনি জানান, ঘটনার বিস্তারিত সকলেই জানেন। আমার মামলাটিকে হেয় প্রতিপন্ন করার জন্য আসামীরা আমার পিছনে লেগে আছে এবং একটার পরে একটা মিথ্যা মামলা দিয়েই যাচ্ছে । আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আপনাদের মাধ্যমে প্রশাসনকে বিষয়টি দ্রুত সুষ্ঠু তদন্ত করা দাবি জানাই।