বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল চেকের সময় রবিউল ইসলাম (২১) নামে এক যুবকের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি গ্রামে। তিনি মো. আ: হাই ও মোছা: আনোয়ারা বেগমের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র।