আরাকান আর্মির টিকে থাকার মূল উৎসই হচ্ছে মাদক ব্যবসা বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মি মূলত মাদক ব্যবসার ওপর নির্ভর করেই বেঁচে আছে। তাদের প্রধান আয়ের পথ মাদক বিক্রি। বর্তমানে তারা মিয়ানমারের সীমান্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সম্প্রীতি দেশে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করছে, তবে আগের তুলনায় ধরা পড়ার ঘটনাও বেড়েছে। নতুন নতুন ধরনের মাদকও এখন দেশে ছড়িয়ে পড়ছে, যা হোটেলগুলোতেও ব্যবহৃত হচ্ছে।
তিনি আরও বলেন, এখনো এসব পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে।