ছাব্বিশের ফেব্রুয়ারিতেই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু যারা এই সরকারকে ভোট পর্যন্ত যেতে দিতে চায় না, তারা সর্বোচ্চ বাধা দেবে বলে মন্তব্য করেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৭ দল ও হেফাজত ইসলামের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাতে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব।’ এই নির্বাচন নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের নির্বাচন হবে।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন যারা ভোট দিতে পারেননি তাদের জন্য আগামী নির্বাচনে ভালো অভিজ্ঞতা হবে। আর যারা ভোট দিতে গিয়ে তিক্ততার শিকার হয়েছেন তাদেরকেও ভাল অভিজ্ঞতা দিতে হবে। আগামী নির্বাচনে অন্য কোনো দেশ যেন থাবা বসানোর সুযোগ না পায়- এমন মন্তব্যও করেছেন প্রধান উপদেষ্টা।