গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মশাল মিছিল করেছে।শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু হয়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষমেষ পায়রা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা এনসিপির সদস্য নাসির আল সাদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক সমন্বয়ক রত্না খাতুন এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান।এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক আরেফিন কায়সার, হামিদ পারভেজ, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন এবং এনসিপির অন্যান্য সদস্য তারিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, রাজনৈতিক দলের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব দল এক ও অভিন্ন। ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বিপ্লবীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হলে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হবো।এছাড়া, তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পাশাপাশি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।