বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও একটি ট্রাকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে তিনটার দিকে শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-মুখী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে পাথর বোঝাই গাড়ির ভেতরে লুকানো কাপড়ের বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাকটি জব্দ করা হয়।
এ ঘটনায় ট্রাকচালক মো. শমসের আলী (৩৫) ও সহকারী চালক মো. সিরাজুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করে ডিবি পুলিশ। তারা দুজনই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক বহনের সঙ্গে জড়িত এবং বিভিন্ন স্থানে গোপনে সরবরাহ করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।