আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর এবার আলোচনায় আসলেন জনপ্রিয় স্টান্ট রাইডার ও কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। গত বছরের জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও জনগণের বিপরীত অবস্থান নিয়ে বারবার চর্চায় ওঠে এসেছে তার নাম।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৬টায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে নিজের মতামত তুলে ধরেছেন তিনি।
ফাহিম বলেন, ‘মানবিকতার দিক বিবেচনা করে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। নিজের ক্যারিয়ার, পরিবারের সুরক্ষার কথা ভুলে আন্দোলনে একাত্মতা পোষণ করলাম, যতটুকু সাধ্য ছিল জুলাই আহতদের পাশে দাঁড়ালাম আর্থিকভাবে, অনলাইন এক্টিভিটিতে। এগুলোর কারণে দেশ ছাড়তে বাধ্য হলাম, দেশ পুনরায় স্বাধীন হলো।’ উদ্দেশ্যেপ্রণোদিত, অনলাইন মব হলো, সব দফায় দফায় ক্লিয়ার করলাম। ট্যাগ লাগালেন ‘রাজাকার’, দিলেন ভূয়া মামলা, চাইলেন মামলা ক্লিয়ার করার জন্য বিপুল টাকা।
তিনি আরও বলেন, এখন একদল যারা ফাঁসাতে চান তাদের স্ক্রিপ্ট, আর এস ফাহিম আগে সবার সাথে সম্পর্ক ছিল, ছবি ছিল, আন্দোলনে যা করছে এগুলো কোনোভাবে ভুলিয়ে দিয়ে কোনোরকম জেলে দিয়ে দিই। আরেকদল যারা পূর্বের ক্ষমতাসীন ছিল তাদের স্ক্রিপ্ট, সে কেন ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, সে বেঈমান, তাকে জেলে দিই, তার বাসায় মব সৃষ্টি করে একটা হামলা চালাই, তাকে শেষ করে দিই।’
সর্বশেষ তিনি বলেন, ‘কপালে কী আছে জানি না, কী হবে সেটাও জানি না। শুধু এতোটুকু জানি, সব কালো চক্রান্ত ও ব্যক্তিগত আক্রমণ থেকে রক্ষা করার মালিক আল্লাহ।