গুমবিষয়ক আইন নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, বাংলাদেশে যেন আর কোনো দিন গুম না হয়, সে বিষয়ে আইন নিয়ে সরকার কাজ করছে। ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত অনুমোদন ও দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এদিকে, ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।