ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়ের নির্দেশনায় লাইসেন্স নবায়নের অপেক্ষমান তালিকায় থাকা ফেনী শহরের দুইটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেন সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শন টিম।
পরিদর্শন টিমের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম। সঙ্গে ছিলেন এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. মো. ইলিয়াস ভুইঁয়া, মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. মো. ইমাম হোসেন এবং এমটি ল্যাব জনাব মাইন উদ্দিন।
স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী হাসপাতালগুলোর লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা, ভৌত অবকাঠামো, বিশেষায়িত সেবা বিভাগ, যন্ত্রপাতি ও জীবাণুমুক্ত পরিবেশ সরেজমিনে যাচাই করা হয়। বিভিন্ন অসংগতি চিহ্নিত করে তা দ্রুত সংশোধনের নির্দেশনা দেওয়া হয় এবং সংশোধনের পর সচিত্র প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
ফেনীর জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে