মাদারীপুরের ডাসার উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলা ও পরিচালনার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, খিলগ্রামের ছালাম তালুকদারের ছেলে আসিব তালুকদার (২৪), শশিকর বাঘমারা গ্রামের গোপাল মল্লিকের ছেলে বিপ্লব মল্লিক (২৩), একই গ্রামের পুলিন মল্লিকের ছেলে মিলন মল্লিক (২৫), শশিকর গ্রামের অনিল রায়ের ছেলে অংকন রায় (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা বর্ষা মৌসুমে ডাসার উপজেলার গোপালগঞ্জের কোটালিপাড়া সীমান্তবর্তী এলাকায় বিলের পানির মধ্যে একটি পরিত্যক্ত উঁচু ভিটায় জুয়ার আসর বসিয়ে নিয়মিত জুয়া খেলতেন এবং জুয়া চক্র পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।