জাতীয় মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রাম সংলগ্ন কইখুলাবিলে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মুরাদ প্রামানিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোবাশ্বের হোসেন, উপ-সহকারী মৎস্য কর্মকর্তা, বড়াইগ্রাম উপজেলা মোঃ মাহবুব হোসেন, বিশিষ্ট সমাজসেবক, মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক ও সামাজিক সংগঠক, মোঃ হাসিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
কর্মসূচিতে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় এ পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের এ মহৎ উদ্যোগের ফলে স্থানীয় জনগণ অর্থনৈতিকভাবে লাভবান হবেন। জলাশয়ে অবমুক্তকৃত দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহের পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পেলে দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা মেটানো সম্ভব হবে। পাশাপাশি বেকার যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে একদিকে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও রক্ষায় সহায়তা মিলবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, মাছ হচ্ছে বাংলাদেশের প্রাণিজ প্রোটিনের প্রধান উৎস। তাই জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি চালু থাকলে গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। একইসাথে গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে এ উদ্যোগ বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয়রা যৌথভাবে জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন। এ সময় উৎসুক গ্রামবাসীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।