পিরোজপুর জেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরি গ্রামের প্রধান সড়কের পরিস্থি দুঃখজনক। এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে বলেশ্বর নদী। এই নদীর পাড়েই গ্রামের মানুষের চলাচলের প্রধান সড়ক এটি। অথচ সড়কটির অর্ধেক নদীগর্ভে চলে গেছে। বাকী অর্ধেক রাস্তা দিয়ে প্রতিনিয়ত যানবাহন চলাচল করে,যা খুবই ঝুকিপূর্ণ। এখান থেকে যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে,তারপরও ভ্রুক্ষেপ নেই কারও।
এসকল অব্যবস্থাপনা নিয়ে স্থানীয় লোকজনের সাথে কথে বললে, তারা হতাসা ব্যক্ত করেন। রিপন নামে এক বেক্তির সাথে কথা বল্লে তিনি জানান, এই সমস্যা নিয়ে বহুবার সংবাদ প্রকাশিত হয়েছে কিন্তু আমরা কোন ফলাফল পাইনি। আমরা এব্যাপারে দায়িত্ব রত কর্তৃপক্ষের কাছে কয়েকবার সমস্যার কথা বলেছি, কিন্তু তারা শুধু আমাদেরকে আশার বানী শুনিয়েছেন।। রাস্তার কোন উন্নতি সাধন করেনি।
স্থানীয়দের দাবি, রাস্তাটি যদি নদীর পাশ থেকে কিছুটা ভিতরে নিয়ে যাওয়া হয় তাহলে তাদের সমস্যা লাঘব হবে। তুলিব নামের এক বেক্তি জানান, গত জানুয়ারি মাসের শুরুর দিকে একটা সিএনজি এখান থেকে নদীতে পড়ে যায়, যার কারনে তিনজন মহিলা ও একজন শিশু গুরুতর আহত হয়। এলাকাবাসীর অভিযোগ তারা স্থানীয় প্রতিনিধিদের কাছে বার বার বলেও এর কোন কার্যকরী প্রতিকার পায়নি। তবে তারপরেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ যদি রাস্তাটির দিকে ভ্রুক্ষেপ করে তাহলে তাদের এই দুর্ভোগ লাঘব হবে।