নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট ২০২৫ খ্রি.) সকালে সদর উপজেলার নুরপুর গ্রামে এই অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত ব্যক্তিরা হলেন, নুরপুরের আবুল হাসেম লস্কর (৭২) পিতা: মৃত নিয়ামত আলী, সনুরার মোঃ সোরহাম মিয়া (৪০), পিতা: মৃত মোসলেম উদ্দিন। ব্রাহ্মণ মহার মোঃ আমির হোসেন (৪০)
পিতা: মমিন খাঁ।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব শরীফ উদ্দিন উপস্থিত থেকে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় আটককৃতদের অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) সেবন ও বিরক্তিকর আচরণের দায়ে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।