জৌলুশ হারিয়ে ধুকছে একসময়ের জনাকীর্ণ লঞ্চ ঘাট। যেখান থেকে প্রতিনিয়ত কয়েক হাজার লোক পিরোজপুর থেকে ঢাকা যেত। সরজমিনে গিয়ে দেখা যায়, মাত্র কয়েক মাস আগেও যেখান থেকে লঞ্চ চলাচল করতো সেখানে আজ ঢাকা থেকে আসা সকল লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে।
এ ব্যপারে স্থানীয় লোকদের সাথে কথা বললে কাইয়ুম মল্লিক নামে এক বেক্তি জানান, পদ্মা সেতু হওয়ার পর থেকেই মূলত লঞ্চে লোকজন যাতায়াত বন্ধ করতে থাকে। কেননা আগে বাসে করে ঢাকা যেতে যেখানে এগারো বারো ঘন্টা লাগত সেখানে মানুষ পদ্মা সেতুর বদৌলতে তিন থেকে চার ঘন্টার মধ্যে যেতে পারছে। অথচ লঞ্চে ঢাকা যেতে সময় লাগে পনের সোল ঘন্টা।
রনি তালুকদারের সাথে কথা বললে তিনি জানান, পিরোজপুরের অনেক মানুষের সামর্থ নেই বাসে করে ঢাকা যাওয়ার, লঞ্চে তারা মাত্র তিনশত টাকা দিয়ে ঢাকা যেতে পারে যার কারনে অনেকে ক্ষতির সম্মুখিন হয়েছে। তবে সচেতন মহলের দাবি যেহেতু এখানে এখন আর ঢাকা গামী লঞ্চ যাতায়াত করেনা সেহেতু লঞ্চঘাটটি সরকারি অন্য কোন কাজে লাগালে রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে। আবার অনেকের ধারনা এসকল যন্ত্রাংশ বিক্রি করে সরকারী খাতে জমা করা উচিৎ, যাতে রাষ্ট্র অন্য কোন উন্নয়ন মূলক কাকে ইহার অর্থ ব্যয় করতে পারে।