ময়মনসিংহের ত্রিশালে নিজ ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এক যুবক। নিহত যুবকের নাম সাত্তার মিয়া (৪০)। সে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নামাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদির ডিলারের দ্বিতীয় ছেলে। নিহতের মানসিক সমস্যা ছিল পরিবার দাবী করেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে (২২ আগস্ট) নিজ ঘরে ঝুলন্ত ফেনের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সাত্তার মিয়া। তিনি বেশ কিছুদিন সাইনবোর্ড বাজারে ব্যবসা করেছেন। পরে মানসিক সমস্যা দেখা দিলে ব্যবসা ছেড়ে বাড়িতে সময় কাটাতেন। শুক্রবার গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার করে। বসত ঘরের দরজা বন্ধ দেখে স্ত্রী কুনকুনী আক্তার জানালার গ্লাসের অপর পাশ থেকে দেখতে পান ঝুলন্ত স্বামীর মরদেহ।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ।