পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনায় ১৪ জেলে উদ্ধার ও নিখোঁজ -৬। গত ২০ আগষ্ট রোজ বুধবার দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকায় প্লাস্টিকের ড্রাম ধরে ভেসে থাকা অবস্থায় ১৩ জেলেকে একটি মাছধরা ছোট ট্রলার তাদেরকে উদ্ধার করে। একই দিন সকালে পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার গভীর সাগর থেকে অপর একটি মাছধরা ট্রলার আরও ১ জেলেকে উদ্ধার করে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে, আবু তাহের (৫৫), কামাল(৩৫), রিয়াজ উদ্দিন(২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫) নামের ৬ জেলে। উদ্ধার হওয়া ১৪ জেলেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডুবে যাওয়া মাছধরা ট্রলারের সবাই চট্রগ্রামের বাঁশখালি এলাকার বাসিন্দা।
উল্লেখ্য গত ১৬ আগষ্ট ২০২৫ ইং রোজ শনিবার চট্টগ্রামের বাঁশখালি এলাকা থেকে মাছধরা ট্রলারটি ২০ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য যায়। গত ১৭ আগষ্ট ২০২৫ ইং রোজ রবিবার ভোররাতে বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে ৯০ কিলোমিটার গভীরে মাছ শিকারে গেলে সেখানে উত্তাল ঢেউয়ের তান্ডবে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোষ্টগার্ডকে অবহিত করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।