কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের দক্ষিণ মধুপুর ৯ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর একজন মহিলা পুকুরে একটি বদনা ভাসতে দেখে সন্দেহ করেন। কারণ, ওই বদনাটি দিয়ে শিশুটি কিছুক্ষণ আগে খেলছিল। পরে তিনি বদনাটি তুলতে গিয়ে পানির নিচে পায়ের সঙ্গে নরম কিছু অনুভব করেন। হাত দিয়ে খুঁজে বের করলে দেখা যায় শিশুটি পানিতে ডুবে আছে। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুর বাবার নাম মোঃ জুয়েল, যিনি উলিপুর বাজারে একটি ইলেকট্রনিক্স দোকান পরিচালনা করেন। শিশুটির দাদা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। তাদের বাড়ি দক্ষিণ মধুপুরে অবস্থিত।