বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি ট্রাক ও গরু বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানার পাড়টেপুর (আশেকপুর) এলাকায় প্রান কোম্পানির ডেইরি ফার্মে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে আটটি ফ্রিজিয়ান গরু (মূল্য প্রায় ১০ লাখ টাকা) এবং ফার্মের যন্ত্রাংশ (মূল্য প্রায় ১২ লাখ ১১ হাজার ৪৬৬ টাকা) লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা (নং-১০, তারিখ: ০৯/০৮/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭) দায়ের করা হয়।
মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তরের পর গত ১৭ আগস্ট রাতে ঢাকার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালানো হয়। এসময় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,
১. মোঃ দিদার (৩৪)
২. মোঃ আব্দুল মান্নান মুন্না (২৩)
৩. মোঃ সোহেল (২৮)
৪. মোঃ জিয়াউর রহমান (৩৫)
৫. মোঃ জাফর হোসেন (৪৫)
গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি ট্রাক ও লুট হওয়া ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া জিয়াউর রহমানের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চুরিসহ অন্তত চারটি মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি ও চুরির মতো অপরাধে জড়িত।
ডিবি পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতার এবং ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।