সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসানের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে আন্তঃউপজেলা অধিকার পরিষদ।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১২টায় তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে তিন শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আন্তঃউপজেলা অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক আফিন্দি এবং সঞ্চালনা করেন সুজন—সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন—
বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, আন্তঃউপজেলা অধিকার পরিষদের সদস্য সচিব আফিকুল হক, উপজেলা সুজন সভাপতি শফিকুল হক, তাহিরপুর সদর ইউপি বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শামসুজ্জামান, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক তুজ্জামেল হক নাসরুম, সদস্য সামরুল ইসলাম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, যুব নেতা শাহজাহান মিয়া, ইউপি আহ্বায়ক কমিটির সদস্য সাজিদুল হক, তাহিরপুর কল্যাণ সমিতির সভাপতি মোসায়েল আহমদ, যুব নেতা তানিম আহমদ লিংকন, মৎস্যজীবী দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন গণি প্রমুখ।
বক্তারা বলেন, ডা. মির্জা রিয়াদ হাসান দায়িত্বে থেকে স্বাস্থ্যসেবাকে অব্যবস্থাপনায় ফেলেছেন এবং রোগীদের সাথে অমানবিক আচরণ করছেন। এক বক্তা অভিযোগ করেন, “আমাদের গ্রামের এক অন্ধ মহিলা তাঁর কাছে স্বাক্ষরের জন্য গিয়েছিলেন। তিনি স্বাক্ষর করলেও সীল দেননি। পরে টাকা দিলে সীল দেন। ওই মহিলা দুই দিন আগে মারা গেছেন।”
ভুক্তভোগীদের অভিযোগ, ডা. রিয়াদ হাসান রোগীদের সঙ্গে অসদাচরণ করেন এবং অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়ে হয়রানি করেন। বক্তারা আরও বলেন, এক সময় তিনি নিজেকে আওয়ামী লীগের পরিচয় দিতেন, এখন দাবি করেন তাঁর পরিবার লন্ডনে তারেক রহমানকে শেল্টার দিয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব অভিযোগ তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি দ্রুততম সময়ে মধ্যে তাহিরপুর থেকে অপসারণ করতে হবে বলে জানান এলাকাবাসী।