সিরাজগঞ্জে জমায়েত ইসলামের উদ্যোগে ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সিরাজগঞ্জের দত্তবাড়ী উচ্চ বিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির ও সিরাজগঞ্জ জমায়েত ইসলামির উদ্যোগে ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার, ১৬ আগস্ট বিকেল ২:৩০ থেকে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের গিফট প্যাক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জমায়েত ইসলামির সম্মানিত আমির মাওলানা মুহাম্মদ শাহিনুর আলম। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ রিজওয়ানল্লাহ শোয়েব, সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখা। সভাপতিত্ব করেন মুহাম্মদ কাওসার তালুকদার, সভাপতি বাংলদেশে ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ সদর থানা শাখা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ সানোয়ার হোসেন, থানা আমির এডভোকেট মোঃ নাজমুল, এবং শোনগাছা ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ নুজরুল ইসলাম।
এই সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং তাদেরকে ভবিষ্যতে আরো ভালো ফলাফলের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে সহায়ক হবে, যা তাদের একাডেমিক ও ব্যক্তিগত জীবনে উন্নতির পথে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শিক্ষার মাধ্যমে সমাজের উন্নতি সম্ভব, আর মেধাবী শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ।’ তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের এই সফলতা শুধু তোমাদের নয়, বরং পুরো সমাজের গর্ব। তোমাদের জন্য আমাদের সর্বোচ্চ সমর্থন সবসময় থাকবে।’
দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের জন্য এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে ইসলামী ছাত্রশিবির ও জমায়েত ইসলামি তাদের শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেছে। এটি শুধু শিক্ষার্থীদের নয়, তাদের অভিভাবকদেরও উৎসাহিত করবে।
ভবিষ্যতে এ ধরনের আরও অনুষ্ঠানের মাধ্যমে সমাজের অন্যান্য মেধাবী শিক্ষার্থীদেরও সম্মানিত করার পরিকল্পনা রয়েছে। এতে করে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখা সম্ভব হবে।