বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জে অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে মানববন্ধন

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৭ Time View

মঙ্গলবার ১২ই আগস্ট সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুতুবের চর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন কর্মসূচি পালন করেন সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়ৎ কমিটি।

এসময় বক্তারা অভিযোগ করেন যে, সিরাজগঞ্জ রোডের নিউ টাউন মৎস্য আড়ৎটি সরকারের কাছে নিয়মিত রাজস্ব প্রদান করে বৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।

কিন্তু একটি কুচক্রী মহল ব্যবসায়ীদের জিম্মি করে পুরাতন আড়ৎ ভেঙ্গে রাতের আধারে কুতুবেরচর এলাকায় একটি অবৈধ মৎস্য আড়ৎ গড়ে তোলে। সেখানে নিয়মিত খাজনা আদায় করা হলেও সরকারকে কোন রাজস্ব প্রদান করা হয় না।

বক্তারা আরও অভিযোগ করেন যে, এই অবৈধ মৎস্য আড়ৎটি একটি সমিতির ব্যানারে পরিচালিত হয় এবং এর ফলে সরকার প্রতি বছর প্রায় ৪ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

বক্তারা অবিলম্বে অবৈধ মৎস্য আড়ৎটি বন্ধ করে পুনরায় সিরাজগঞ্জ রোড সংলগ্ন হাটিকুমরুল নিউটাউন মৎস্য আড়ৎটি চালুর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়নের সাবেক সহ-জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান ডিউক, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, সাবেক সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সী, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি রেজাউল করিম সেলিম, শাহারিয়ার মামুন রাজু সহ এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণ, ব্যবসায়ী ও সচেতন মহল।

বিশ্লেষকরা বলছেন, অবৈধভাবে গড়ে ওঠা এমন মৎস্য আড়ৎগুলো সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি বৈধ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে। এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি, যাতে রাজস্ব ক্ষতি রোধ করা যায় এবং বৈধ ব্যবসা পুনরায় সচল করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com