“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” — এই প্রতিপাদ্যে নেত্রকোনার মদন উপজেলায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ অলিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এ ইউসুফ, প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল এবং বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নারী উদ্যোক্তা দোলনা আক্তার ও মাহফুজা আক্তার শিমুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মাননা পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।