নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে মদন থানার পুলিশ উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামে এ অভিযান চালায়।
আটকৃত নারীর নাম সাবিনা আক্তার (২০)। তিনি শাহাপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী, যিনি গত ৬ আগস্ট রাতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন এবং বর্তমানে নেত্রকোনা জেলা কারাগারে রয়েছেন।
মদন থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবাসহ সাবিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, স্বামী-স্ত্রী দুজনই ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ৬ আগস্ট রাতে রবিউল ইসলাম ২০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েন, এবং এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। এবার তার স্ত্রী সাবিনা আক্তারও একই অপরাধে গ্রেপ্তার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।