গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে সোনাইমুড়ী বাইপাস চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সোনাইমুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, খোরশেদ আলম, নাজমুল হক নাজিম, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ শহীদুল ইসলাম রায়হান, সাবেক সভাপতি মোশারফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সোনাইমুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ,সাবেক কোষাধ্যক্ষ আবদুল মতিন প্রমুখ।
বক্তারা বলেন, “সাংবাদিক হত্যা গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। তুহিন হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ ঘটনায় আইনের যথাযথ প্রয়োগ ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হয়, তবে সারাদেশে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো সেলিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ্ ভূঁইয়া,প্রচার সম্পাদক আবদুস সালাম মাছুম,সদস্য হারিছ আহমেদ সহ উপজেলায় বিভিন্ন সাংবাদিক সংঘটনের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকবৃন্দ।