নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও হাতবোমাসহ এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল উপজেলার বাংলাবাজার মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) কে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিজাম ডাকাতের ‘বিসমিল্লাহ মৎস্য আড়তে’ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক মজুত রয়েছে। কোস্ট গার্ডের অভিযানে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মাছঘাট এলাকায় অবস্থিত ওই আড়তে তল্লাশি চালিয়ে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র এবং ২৯টি হাতবোমা উদ্ধার করা হয়।
অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধি, আড়তের সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আটক নিজাম ডাকাতের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানায়। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংস্থাটি জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।