চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কে স্টারশিপ গলির মুখে একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এতে সেতুর নগরের ২ নম্বর গেট থেকে অক্সিজেনমুখী অংশে যান চলাচল বন্ধ রয়েছে। একপাশ দিয়ে যান চলাচল করায় সড়কটিতে যানজট তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬ টার দিকে সেতুটি ভেঙে যায়।
নগরের অক্সিজেনের স্টার শিপ গলি এলাকায় শীতল ঝরনার খালের ওপর এ সেতুর অবস্থান। সেতুটি দিয়ে নগরের ২ নম্বর গেট থেকে অক্সিজেন যাতায়াত করেন লোকজন। নগরের অন্যতম প্রধান ও ব্যস্ততম সড়ক বায়েজিদ বোস্তামী সড়কের ওপর অবস্থিত। নগরের ২ নম্বর গেট থেকে অক্সিজেনমুখী সড়কের ওপর থাকা সেতুর অংশ ভেঙে যায়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিলো। সেতু সংস্কারের জন্য পাঁচ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে। দরপত্র বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। দ্রুত সংস্কারের কাজ শুরু করবেন তাঁরা।