নেত্রকোনার মদন উপজেলার ৩ নম্বর মদন সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিশিষ্টজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় মদন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইমরান হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ অলিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ। উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, সাবেক মদন ইউপি চেয়ারম্যান আবদুল আহাদ, মদন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুলতান মিয়া, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ রায়হান, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ শাহিনুর আক্তার, ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রহিছ মিয়া, ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি ইউএনও মোঃ অলিদুজ্জামান বলেন, পরবর্তী বাজেটে ইউনিয়নের জনগণের গুরুত্বপূর্ণ পরামর্শ ও ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে অবহেলিত ও জরাজীর্ণ রাস্তাগুলোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।