৫ আগস্ট, মঙ্গলবার দিবাগত রাতে নেত্রকোনার মদন থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো রবিউল আলম (২৭), পিতা: মৃত রোজ আলী সরকার, গ্রাম: চানগাঁও, ২নং সদর ইউনিয়ন, মদন। এবং সুলতান আলী (৩০), পিতা: ফরেজ আলী মিয়া, গ্রাম: দুগিয়া, সদর উপজেলা, নেত্রকোনা।
মদন থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দুই মাদক কারবারি সিএনজিযোগে ইয়াবা নিয়ে আসছে। পরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রবিউল ও সুলতানকে হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয়। এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দেবাংশু কুমার দে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এছাড়াও, মাদক সংশ্লিষ্ট একটি পুরাতন মামলায় (মামলা নম্বর-১০, তারিখ: ২৩ মে ২০২৫) অভিযুক্ত মোঃ আশিকুর রহমান (২৬) নামের আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মদন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙালি মিয়া’র ছেলে। তাকেও গ্রেপ্তারের পর নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।