সুন্দরগঞ্জ সরকারি ডিব্লিউ ডিগ্রী কলেজ মাঠ হইতে উপজেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক এবং বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)এর মহাসচিব ডাঃ জিয়াউল ইসলাম জিয়া এর এর নেতৃত্বে বাহির গোলা মোড় হয়ে থানার সামন হয়ে সুন্দরগঞ্জ বাজার দিয়ে মহিলা বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র সুন্দগন্জ কার্যালয় গিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব ইসলাম প্রামানিক, ডাঃ জিয়াউল ইসলাম জিয়াসহ অনেকে।
বক্তব্যে বলেন, ৫ আগস্ট ২০২৪ এ আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং যারা মব সন্ত্রাসের এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে একসঙ্গে সজাগ থাকতে হবে। আজকের এই গণ মিছিল থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যোগ্য প্রার্থী মনোনয়ন প্রদান করা হলে বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনার দাঁড় প্রান্তে।