মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী হতে ১৭ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০।
সোমবার (১ জুলাই ) টঙ্গীবাড়ী থানা পুলিশ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
র্যাব জানায়, রোববার (৩০ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে টঙ্গিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৭ লক্ষাধিক টাকা মূল্যের ৫ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং থানার কালিকৃষ্ণ এলাকার রহমত আলীর মেয়ে মনি আক্তার (২১) ও পটুয়াখালী সদর উপজেলার দেলোয়ার হোসেনের কন্যা নাসিমা আক্তার (২৬)।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জানান,তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল তারা।’
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মোল্লার সোয়েব আলী বলেন, আটককৃত দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় মাদক আইনে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।