বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

বিজিবির বিভিন্ন অভিযানে ২৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও মাদক পাচাররোধে তাদের কঠোর অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি গত ০৪ দিনে ১০টি পৃথক বিশেষ অভিযান চালিয়েছে। এসব অভিযানে ভারতীয় গাঁজা, বিভিন্ন প্রকার মদ, ভারতীয় দামী শাড়ি, কাবেরী মেহেদী, চকলেট, ফুসকা এবং বাংলাদেশী মশার কয়েল এবং সেগুন কাঠসহ মোট ২৪ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি বড় চোরাচালান হতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। সিলেট থেকে ঢাকামুখী দুইটি সন্দেহজনক গাড়ী তল্লাশি করে বিজিবি সদস্যরা ৯,৭৬০ পিস ভারতীয় কাবেরী মেহেদী এবং ২,৮০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় চকলেট জব্দ করে। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ৬ লক্ষ ৬৯ হাজার ৬০০ টাকা।

এছাড়াও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মনতলা এবং হরিণখোলা বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩১ কেজি ভারতীয় গাঁজা আটক করে। যার সিজার মূল্য ১ লক্ষ ০৮ হাজার ৫০০ টাকা।

পাশাপাশি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন কাকমারাছড়া, সিন্দুরখান এবং গুটিবাড়ী বিওপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৪০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার দামী শাড়ী, ৬১ প্যাকেট ভারতীয় ফুসকা, ২১২ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ, ১১৭০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল, সেগুন কাঠ জব্দ করেছে। যার সিজার মূল্য ১৬ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি অঙ্গীকারবদ্ধ। আমাদের জওয়ানরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে এই অবৈধ কার্যক্রমগুলো বন্ধ করা যায়। এই অভিযানগুলো আমাদের দৃঢ় প্রতিজ্ঞারই একটি প্রমাণ। আমরা ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখব এবং যেকোনো চোরাচালান ও মাদক পাচার প্রচেষ্টা কঠোরভাবে দমন করব।”

৫৫ বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে মোট ৪ কোটি ৩৬ লক্ষ ২ হাজার ২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন আটক করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com