টানা পাঁচ ঘণ্টা পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অপারেশন শুরু হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডা. এসএম খালিদুজ্জামান জানান, সবার দোয়ায় জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি ভালোভাবে সম্পন্ন হয়েছে। তার ৪টি আর্টারিতে ব্লক সরানো হয়েছে। বর্তমানে তিনি কার্ডিয়াক আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে। কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ৭ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
এর আগে, শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে কথা বলতে গিয়ে অসুস্থ হয়ে যান তিনি। এরপরই ডা. শফিকুর রহমানের হার্টে পাঁচ থেকে ছয়টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি আর্টারির প্রায় ৮৫ শতাংশ ব্লক।