জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিলা ইসরাফিল পতদ্যাগ করেছেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
সোমবার (২৮ জুলাই) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।
স্ট্যাটাসে নিলা ইসরাফিল বলেন, এনসিপি (NCP) একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না। আমি আজ থেকেই এনসিপির (NCP) সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হবো না।
তিনি অভিযোগ করেন, “একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা চালিয়েছেন যে ব্যক্তি, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তিনি দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন দল আর কোনো মতাদর্শ বা ন্যায়ের প্রতিনিধিত্ব করে না।”