রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২৩ জুলাই) রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন।
এর আগে, রাত ১টার পর এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা করানোর জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন তিনি।