দুদকের অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজিরা দিতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এ সময় পুলিশের প্রিজনভ্যানে দাঁড়িয়ে অঝোরে কান্না করেন তিনি।
বুধবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এদিন দুদকের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা পড়েনি। পরে শুনানি শেষে তাকে প্রিজনভ্যানে তুলে তাকে ফেরত পাঠানো হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
এ সময় প্রিজনভ্যানে ওঠানোর পর তার এলাকার কিছু মানুষ পলকের কাছাকাছি চলে আসে। তখন একজন বলেন, ‘কোনো টেনশন কইরেন না, ভাই।’ এ কথা শোনার পর পলক আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদতে থাকেন। প্রিজনভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোহার ফোকর দিয়ে লোকজনের উদ্দেশে বলতে থাকেন, ‘আমার জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাইকেন।’