উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ৫ জেলায় হতে পারে অতি ভারি বৃষ্টিপাত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশের সমুদ্রবন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লঘুচাপ সৃষ্টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে ভারি বর্ষণের সতর্কবার্তায় বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় দেশের ৪ বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গে রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা।