আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরির ব্যাপারে আশা প্রকাশ করেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত।
রোববার (২০ জুলাই) রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ২য় পর্যায়ের ১৫তম দিনের বৈঠকে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, আজ দিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। দ্বিকক্ষ আইনসভার উচ্চকক্ষ নিয়ে আজ কমিশনের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও, কিছু বিষয়ে আলোচনা বাকি আছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।