আমাদের সকলে মিলেই সফল হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৪তম দিনের আলোচনা শুরুর আগে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি সময় স্বল্পতার কথা রাজনৈতিক দলগুলোকে স্মরণ করে দিয়ে বলেন, সময়ের স্বল্পতার কারণে কিছু বিষয়ে আমাদের যতটুকু অগ্রগতি প্রয়োজন আমরা ততটুকু অগ্রসর হতে পারছি না। এই সপ্তাহের পরে সময় স্বল্পতা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে, বাস্তবতায় বিবেচনায় আমাদের কিছু কিছু বিষয় খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।
রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে। যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। আমরা জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ তৈরি করতে পারি। মৌলিক বিষয়গুলো যেন সকলের বা অধিকাংশের মতের ঐক্যের মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারি।