জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৩তম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।
আজের দিনের আলোচ্যসূচি হচ্ছে সংসদে নারী আসন এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ।
আলী রীয়াজ বলেছেন, নারীদের ‘গৌরবোজ্জ্বল ভূমিকার’ কারণে ‘বেগবান হয়’ জুলাই আন্দোলন। এটা স্মরণ করে বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকাকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেই জন্য আমরা মনে করি প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করার জন্য ব্যবস্থা গ্রহণ দরকার।
তিনি আরও বলেন, আজকে ১৪ জুলাই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের এ অবদান আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।