বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থে কথা বলেছিলেন বলে ভারতের মদদপুষ্ট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাকে নির্মম নির্যাতন করে হত্যা করেছে বলে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৮ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ যে পথ দেখিয়ে গেছেন, ভারতের আধিপত্যবিরোধী পথ, আগ্রাসনবিরোধী পথ, সেই পথ ধরেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল।
তিনি আরও বলেন, আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে আন্দোলন দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভারতের আধিপত্যবিরোধী যে লড়াইটা নতুন করে শুরু হয়েছিল সেটা ওই আন্দোলন থেকেই।